সিনেমার আলো ক্যামেরার আকর্ষন ছেড়ে অনেকটাই দূরে রয়েছেন টলি অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। একরাশ তাজা অক্সিজেন নিতে বেড়িয়ে পড়েছেন সকলেরই পছন্দের ডেস্টিনেশন মলদ্বীপে। এই মুহূর্তে মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন টলি নায়িকা। অভিনেত্রীর ইনস্টাগ্রামে ঢু মারলেই আপনার একবার গোটা মলদ্বীপ ঘুরে আসা হয়ে যাবে।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কৌশানি নানা মুহূর্তের ছবি ও ভিডিও ক্যামেরাবন্দি করে তা ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন । যা দেখে রাতের ঘুম উড়েছে ভক্তদের। চারাদিকে শুধু নীল জলরাশি। পার্পল রঙের মনোকিনি পরে সুইমিংপুলে উষ্ণতা ছড়িয়েছেন কৌশানি। নিতম্বের একাংশই উন্মুক্ত, খোলা পিঠ, সেক্সি চাবুক ফিগারে নেটদুনিয়ায় আগুন জ্বালিয়েছেন কৌশানি। ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper