Breaking News

Bidisha De Majumdar: প্রেমের ব্যর্থতাই কি বিদিশার আত্মহত্যার মূল কারণ ? উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য

নাগেরবাজারের প্রয়াত মডেল অভিনেত্রী বিদিশা দে মজুমদারের আত্মহত্যার কারণ খুঁজতে গিয়ে এবার উঠে এল এক চমকে দেওয়া তথ্য। বিদিশার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে যে একাধিক সম্পর্ক ছিল বিদিশার I খুব কাছের কয়েকজন ছাড়া প্রায় সকলেরই অজানা। প্রথমে বিদিশার সম্পর্ক ছিল রাজারহাটের এক যুবকের সঙ্গে। কিন্তু দীর্ঘদিন একসঙ্গে থাকার পরও অজ্ঞাত কারণেই বিচ্ছেদ ঘটে তাঁদের।  এর পর বিদিশার জীবনে আসেন পেশায় এক জিমের প্রশিক্ষক। ফর্সা, বলিষ্ঠ চেহারার এই পুরুষের পিছনে প্রেমে পাগল হয়ে পড়েন বিদিশা।  এমন কি এও জানা গেছে যে তাঁকে নাকি চোখে হারাতেন বিদিশা। সুযোগ পেলেই ফোন করতেন, দেখা সাক্ষাৎ ও ছিল তাঁদের মধ্যে। তবে কিছু সময়ের মধ্যে ওই প্রশিক্ষকের সঙ্গে ও দূরত্ব তৈরি হয় বিদিশার। বিষন্নতা, মানসিক অবসাদ  ক্রমেই গ্রাস করতে শুরু করে বিদিশাকে। তিনি নিয়মিত নেশা করতে শুরু করেছিলেন বলে ও জানা গেছে। যে প্রেমিককে ছেড়ে তিনি এক মুহূর্ত কাটাতে পারছিলেন না সে যে ওকে ছাড়া স্বাভাবিক জীবনযাপন করছিল এটা মেনে নিতে কষ্ট হচ্ছিল বিদিশার। তার কাছের বন্ধুদের থেকে জানা গেছে যে বিদিশার প্রেমটা পুরোটাই ছিল তাঁর একতরফা প্রেম। তাঁর বন্ধুরা তাঁকে বোজানোর চেষ্টাও করেছিলেন কিন্তু বিদিশা নাকি বুঝেও বুঝতে চাইতেন না কিছু। সারা ক্ষণ ভয়ে ভয়ে থাকতেন, প্রেমিক যদি তাঁকে ছেড়ে চলে যায় কী হবে?’ সম্প্রতি না কি তাঁর ভালোবাসার মানুষের সঙ্গে সাক্ষাৎ করেও এসেছিলেন বিদিশা এবং সে কথা খুব কাছের একজনকে জানিয়েওছিলেন তিনি। কিন্তু কেন বুধবার আচমকাই এমন সিদ্ধান্ত নিয়ে বসেন বছর ২১- এর এই উঠতি অভিনেত্রী সেটা এক রহস্য সৃষ্টি করেছে I বর্তমানে বিদিশা দে মজুমদারের মৃত্যুর পিছনে ঠিক কী কী কারণ ছিল তার সবটাই খতিয়ে দেখছে নাগেরবাজারের পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।