ইন্টারনেটে সেনসেশন নেহা শর্মা জানেন কীভাবে দর্শকদের মনে আগুন জ্বালাতে হয়। তার সোশ্যাল মিডিয়া এমন লালসাময় পোস্টে ভরা যা সব দিক থেকেই আকর্ষনীয়। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে সোশ্যাল মিডিয়ায় সর্বাধিক অনুসরণ করা অভিনেত্রীদের মধ্যে নেহা শর্মা অন্যতম। শুধুমাত্র ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স প্রায় ১৪.৫ মিলিয়নেরও বেশি। তার হট ছবিগুলির জন্যই তার ফলোয়ারের সংখ্যা দিন দিন বাড়ছে। এর মধ্যে সম্প্রতি নেহা নিজের একটি ছবি শেয়ার করেছেন যা ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে Iনিজের ইনস্টাগ্রাম পোস্টে একটি বোতামহীন সাদা শার্টের সঙ্গে একটি লেসি ব্রা এবং কালো রঙে ম্যাচিং প্যান্টিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবিটি পোস্ট করার সময়, নেহা ছবির ক্যাপশনে লিখেছেন: ‘ জেগে উঠুন এবং জ্বলজ্বল করুন । এই হটনেসে আগুন জ্বালানো একটি ছবি মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে ।