টেলিভশন স্টার উরফি জাভেদ তাঁর উদ্ভট পোশাকের জন্য রীতিমত জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন। সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়াতে ওস্তাদ উরফি। এবার সম্পূর্ণ অন্য সাজে দেখা গেল উরফিকে। তাঁর বিকিনি পরা ছবি মাঝে মাঝেই ভক্তদের মনে ঢেউ তোলে। এবারও সেই বিকিনি পরেই নিজের ছবি শেয়ার করলেন উরফি। তবে এবার ফুলের বিকিনি পরেছেন তিনি।হলুদ রঙের ফুলের বিকিনির মধ্যে দিয়েই উকি মারছে তাঁর নীল রঙা প্যান্টি আর ব্রায়ের কালো স্ট্র্যাপ। ইনস্টাগ্রামে এদিন এটাই ছিল উরফির নতুন লুক। শুধু স্টিল ছবি নয়। সঙ্গে উরফি শেয়ার করেছেন একটি ভিডিও। যেখানে তাঁর হটনেস নেটিজেনদের মনকে আরও চঞ্চল করবে তা বলাই বাহুল্য।তাঁর সাহসী ফ্যাশান নিয়ে দিনভরই আলোচনা চলে। অবাক হয়ে যায় নেটপাড়া। এবার সম্পূর্ণ অন্য মেজাজে ভাইরাল হয়েছেন তিনি I উরফির জাদু এখানেই।