ইউক্রেনের মডেলিং দুনিয়ায় এক নম্বর তারকা লুইসা খোভানস্কি।বিখ্যাত মডেল কিম কার্দাশিয়ানের সঙ্গে তুলনা করা হয় লুইসার। যুদ্ধের জন্য এখন ইউক্রেনে মডেলিং কাজ বন্ধ। লুইসার কাছেও তাই কোন কাজ নেই। কিন্তু ইউক্রেনের এই মডেল একজন পেশাদার গেম ডেভলপার। ‘ওনলি ফ্যানস’ থেকেও লুইসা উপার্জন করেন। লুইসা বলেন, তিনি জানেন তাঁর বক্ষ-সৌন্দর্য পুরুষকে আকর্ষণ করে। শারীরিক কারণেই নিজের স্তনের আকৃতি বদলাতে চান লুইসা। এই মুহূর্তে লুইসা বিয়ে করতে চান না। কারন তার দেশ এখন দুঃসময়ের মধ্যে দিয়ে চলছে। যুদ্ধের মধ্যেও ইউক্রেনের এই মডেল ছড়াচ্ছেন উষ্ণতা Iযুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের এই মডেলের কাছে বিয়ের প্রস্তাব এসেই চলেছে । পৃথিবীর নানা দেশ থেকেই পুরুষরা পাঠাচ্ছেন এই বার্তা। অনেক রাশিয়ানরাও তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন বলে তিনি মনে করছেন। এই মডেল জানিয়েছেন তাকে সবাই ইউক্রেন থেকে উদ্ধার করতে চান। লুইসার আকর্ষণীয় চেহারাই তার জনপ্রিয়তার কারন। বর্তমানে সোশ্যাল মিডিয়ার অ্যাটেনশন চুটিয়ে উপভোগ করছেন লুইসা I
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper