সারা আলি খান, কখনোই তার সুন্দর ফিগার প্রদর্শনের সুযোগ মিস করেন না। বি-টাউনের প্রথমসারির অভিনেত্রী তার সৌন্দর্য দিয়ে মাত করেরাখেন তার ভক্তদের। তিনি সম্প্রতি তার সাম্প্রতিক তুরস্ক সফরের একটি ছবি টুইট করেছেন। বিকিনিতে তার আকর্ষণীয় লুকে তার ভক্তরা মন্ত্রমুগ্ধ।সারা আলি খান যেনো জলেই জন্মেছেন I জলে এতটাই সহজ এবং সাবলীল লাগে তাকে। সাঁতারের পোষাক কিভাবে ফ্লন্ট করতে হয় তা তিনি খুব ভালোভাবে জানেন। “আতরঙ্গি রে” সিনেমা খ্যাত এই অভিনেত্রী রঙচঙে বিকিনির বড় ভক্ত।অভিনেত্রীর পোস্ট করা ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে । আবার সারার জাদুতে মুগ্ধ হলো তার অনুগামীরা।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper