Breaking News

Urfi Javed: উপচে বেরোচ্ছে স্তনযুগল, হট গার্ল উরফি’র হটনেসে ঘুম উড়ল ভক্তদের

উদ্ভট পোশাকে বিতর্কের ঝড় তুলতে সর্বদাই সিদ্ধহস্ত উরফি জাভেদ। যৌনতা যেন উরফির সাফল্যের মূল মন্ত্র। এমন কোনও দিন নেই যেদিন তাকে নিয়ে চর্চা হয় না কিংবা যেদিন পোশাকের জন্য শিরোনামে আসেন না উরফি জাভেদ। তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে তার বিচিত্র সাজ-পোশাকই। ফ্যাশন সেন্স নিয়ে এত রকম এক্সপেরিমেন্ট মনে হয় কোনও ফ্যাশন ডিজাইনারও করেন না।যত দিন যাচ্ছে ততই যেন আরও বোল্ড হয়ে উঠছেন ফ্যাশন কুইন উরফি জাভেদ। তাকে নিয়ে সমালোচনা হবে না এমন কোনওদিন বোধহয় এখন হয়নি। সর্বদাই শিরোনামে থাকেন উরফি জাভেদ। খুল্লামখুল্লা কাটাছেঁড়া পোশাক হোক কিংবা শাড়ি, বোল্ড লুকের জন্য তিনি ভক্তদের রাতের ঘুম কেড়ে নেন নিমেষে। বলিউডে কোনও কাজ না করলেও বলি নায়িকাদের থেকে কোনও অংশে জনপ্রিয়তায় পিছিয়ে নেই উরফি। এবার শাড়ি পরে শরীরের একাংশ উন্মুক্ত করে নেটপাড়ায় ঝড় তুললেন উরফি জাভেদ।উরফির ছবি তোলার জন্য মুখিয়ে থাকেন পাপারাৎজিরা। তিনিও কম যান না শাড়ি পরে শরীরের একাংশ দেখিয়েই পাপারাৎজির ক্যামেরায় পোজ দিলেন।হলুদ রঙের শাড়ি এবং ম্যাচিং আকাশি রঙের ব্রালেট পরেই দেশি লুকে ঝড় তুললেন ফ্যাশন ডিভা উরফি জাভেদ। তার এই দেশি লুক ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।