Breaking News

Debchandrima Singha Roy: শরীরী উষ্ণতার ছবি তুমুল ভাইরাল অভিনেত্রীর, সরগরম টলিপাড়া

Debchandrima Singha Roy: শরীরী উষ্ণতার ছবি তুমুল ভাইরাল অভিনেত্রীর, সরগরম টলিপাড়া টালিউডের ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় ও পরিচিত মুখ দেবচন্দ্রিমা। সম্প্রতি অভিনেত্রীর নতুন কিছু ছবি দেখে ঘুম উড়েছে নেটনাগরিকদের। কালো স্বচ্ছ টপ, সঙ্গে নিয়ন বিকনি কালো শর্টস। ছবি জুড়ে এক অদ্ভুত মাদকতা। প্রতিটি ছবিতে যেন দেবচন্দ্রিমার শরীরী উষ্ণতায় ভরপুর। আগে কখন দেবচন্দ্রিমাকে এমন আকর্ষণীয় দেখেননি তার ভক্তরা। দেবচন্দ্রিমার এই ছবি দেখে উপচে পড়ছে তার কমেন্ট বক্স।কমেন্ট করতে ভোলেননি রিজওয়ান রব্বানি শেখ।রিজওয়ানের সঙ্গে তার ‘সাঁঝের বাতি’ কো-স্টার দেবচন্দ্রিমার বিশেষ বন্ধুত্ব নিয়ে কানাঘুষো শোনা যায়, যদিও দু-জনে স্পষ্ট জানিয়েছেন তারা কেবল ভালো বন্ধু। এরকম উষ্ণ ছবি দেওয়ার আগে লাল বেনারসি পরে একাধিকবার কনে সেজেছেন দেবচন্দ্রিমা সিংহ রায়। কখনও সিরিয়ালে তাকে বধূর বেশে দেখা গিয়েছে।কখনও আবার ফটোশুটের জন্য নিজেকে কনের বেশে সাজিয়েছেন তিনি। রিললাইফ বিয়ের জন্য লাল বেনারসিতে সাজলেও, আসল বিয়েতে কিন্তু লাল শাড়ি পরতে নারাজ তিনি। বরং সেক্ষেত্রে কালো বা সাদা বেনারসিই তার পছন্দের।অভিনেত্রীর এই পোস্ট সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোড়ন তুলেছে I

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।