সিদ্ধার্থ মালহোত্রা বলিউডের অন্যতম হ্যান্ডসাম অভিনেতা। তার প্রেমে হাবুডুবু খান কোটি কোটি মহিলা। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এ করণ জোহরের ছবিতেই বলিউডে অভিষেক হয়েছিল তার। সেই করণের বিখ্যাত শো-তে এসেই যৌনজীবনের চরম সিক্রেট ফাঁস করে গেলেন সিদ্ধার্থ। যা শুনে চোখ কপালে উঠল ভক্তদের। ঠিক কী বলেছেন সিদ্ধার্থ? করণের চ্যাট শো-তে সম্প্রতি হাজির হয়েছিলেন ভিকি কৌশল এবং সিদ্ধার্থ মালহোত্রা। ভিকি এবং সিদ্ধার্থের সোশ্যাল মিডিয়া পোস্ট এবং সেখানে নেটিজেনদের করা নানা মজার মন্তব্য নিয়ে আলোচনা হচ্ছিল। ভিকির পোশাকবিহীন একটি ছবিতে জনৈক নেটিজেন মন্তব্য করেন, “ভিকির উষ্ণতাই যথেষ্ট। ক্যাটরিনার আর কম্বল লাগবে না।” মন্তব্য দেখে লজ্জায় লাল হয়ে যান ভিকি।তবে তিনি জানান এই কমেন্টটা তার মোটেই খারাপ লাগেনি। সঙ্গে সঙ্গে করণ বলেন কমেন্টের মধ্যে কেমন যেন একটা যৌনতার গন্ধ আছে। পাশ থেকে সিদ্ধার্থ বলে ওঠেন, যৌনতার মধ্যে ভালোবাসা থাকাটা কিন্তু খুব জরুরী। ভিকি এবং করণ তার মন্তব্য শুনে তির্যক দৃষ্টিতে অভিনেতার দিকে তাকান। এরপরই র্যাপিড ফায়ার রাউন্ডে সিদ্ধার্থকে চেপে ধরেন সঞ্চালক করণ। করণ তাকে সরাসরি প্রশ্ন করেন, “সবচেয়ে অদ্ভুত কোন জায়গায় যৌনতায় লিপ্ত হয়েছ?” সিদ্ধার্থ বলেন, “চেঞ্জিং রুমে যৌনতায় লিপ্ত হয়েছিলাম আমি।” করণ পাল্টা প্রশ্ন করেন, “সেই সময় চেঞ্জিং রুমের বাইরে কি কেউ ছিল?” জবাবে সিদ্ধার্থ হাসতে হাসতে বলেন, “বিস্তারিত বলার কথা কিন্তু ছিল না।” এরপরই নেটিজেনরা প্রশ্ন করতে শুরু করেন সেদিন চেঞ্জিং রুমে সিদ্ধার্থের সঙ্গে কে ছিলেন? প্রসঙ্গত উল্লেখ্য‘শেরশাহ’ ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই বলিউডের অভ্যন্তরের সিদ্ধার্থ এবং কিয়ারা আদবানীকে নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। আবার মাঝে খবর রটে গিয়েছিল তাদের মধ্যে নাকি বিচ্ছেদ হয়ে গিয়েছে। কিন্তু করণের শো-তে এসে প্রেমের খবরে সীলমোহর দিয়ে গেলেন সিদ্ধার্থ। স্বভাবতই প্রশ্ন উঠছে সেদিন সিদ্ধার্থের সঙ্গে অদ্ভুত জায়গায় সঙ্গম লিপ্ত হয়েছিলেন কে? কিয়ারা নাকি আর কেউ? তাদের ভক্তদের মনে এখন সেটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে I
Tags Kiara Advani Sidharth Malhotra
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper