শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Suvendu Adhikari: “পিসি চোর ভাইপো চোর-তৃণমূলে সবাই চোর “, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় ও অভিষেক কে কটাক্ষ শুভেন্দুর

রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া

Suvendu Adhikari: "পিসি চোর ভাইপো চোর-তৃণমূলে সবাই চোর ", তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় ও অভিষেক কে কটাক্ষ শুভেন্দুর আজকে সাঁকরাইল ব্লকে দলীয় সভা মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা ও অভিষেককে চোর বলে কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ১৩ অগাস্ট নবান্ন অভিযানের প্রস্তুতির দলীয় সমাবেশে এভাবেই তোপ দাগেন শুভেন্দু। তিনি আরও বলেন এরা কয়লা, গরু, বালি চোর। গোটা দলটাই চোরের দল। আজকে অভিষেককে আক্রমণ করে বলেন প্রতি মদের বোতল পিছু পাঁচ টাকা করে খায় ভাইপো। শুভেন্দু বলেন ত্রিপল, কয়লা, বালি ও মদের কাটমানির টাকা কালীঘাটের কোথায় যায় প্রসঙ্গে শুভেন্দু বলেন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ৫০ মিটার দূরে ছোড়দার চায়ের দোকান ছিল। তাঁকে মেরে তুলে দিয়ে সেখানে ভাইপো বাড়ি তুলেছে। ওখানেই সব টাকা ঢোকে বলে দাবি করেন তিনি।Suvendu Adhikari: "পিসি চোর ভাইপো চোর-তৃণমূলে সবাই চোর ", তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় ও অভিষেক কে কটাক্ষ শুভেন্দুর শুভেন্দু আজকে ফের দাবি করেন এসক্যালেটর আর ঝাড়বাতি লাগানো বাড়িতে টিনের কৌটো, ঝুড়িতে পুলিশের গাড়ি এস্কর্ট দিয়ে সেই টাকা পৌঁছে দেওয়া হয়। সাধারণ মানুষ যেখানে স্বাস্থ্য সাথী কার্ডে টাকা পায় না। সেখানে ভাইপো চিকিৎসার জন্য বিদেশ যায় এটাই মা, মাটি, মানুষের সরকার বলে কটাক্ষ করেন শুভেন্দু। তিনি ফর আজকে তৃণমূল কোনো রাজনৈতিক দলই নয় বরং তা প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে দাবি করেন তিনি। পাশাপাশি রাজ্যের পয়তাল্লিশ লক্ষ পরিযায়ী শ্রমিক রয়েছে বলেও রাজ্য সরকারের সমালোচনা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।