পুজোর আগে হট ফোটোশ্যুটে ভক্তদের পাগল করে দিলেন সোহিনী সরকার I টেলিভিশন দিয়ে অভিনয়ের শুরু তোর। তারপর থেকেই একের পর এক এক্সপেরিমেন্ট করেই চলেছেন অভিনেত্রী সোহিনী সরকার। নিজের অভিনয় দক্ষতার জন্য বেশ নামডাকও রয়েছে সোহিনীর । সম্প্রতি হট ফোটোশ্যুটে নিজেকে উজার করে দিয়েছেন এই টলি নায়িকা।ছোট পর্দা হোক কিংবা বড় পর্দা, এমনকী ওটিটি-তেও দাপটের সঙ্গে কাজ করছেন সোহিনী সরকার। এবার ছক ভেঙে অন্য অবতারে ধরা দিয়ে ভক্তদের চমকে দিলেন তিনি । মুহুর্তে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন নায়িকা I পুজোর আগে হট ফোটোশ্যুটে ভক্তদের পাগল করে দিলেন সোহিনী। পর্দার সত্যবতীর এমন মহিনী রূপে পাগল হয়েছেন ভক্তরা।কালো রঙের ঢাকাই জামদানিতে নিজেকে সাজিয়েছেন সোহিনী। আর এই কালো শাড়ি, কাজলকালো চোখের চাহনিতে ধুকপুকানি বাড়িয়ে দিয়েছেন সবার।খোলা পিঠ, উপচে পড়ছে ভরা যৌবন। সিঁথি ভর্তি সিঁদুর, কপালে লাল টিপ,আটপৌরি শাড়ি, খোলা চুলে লাস্যময়ী সোহিনীকে দেখে চোখের পলক ফেলতে পারবেন না আপনিও।পুরো ফোটোশ্যুট জুড়েই সাবেকিয়ানার ছোঁয়া। ঠিক যেন জমিদার বাড়ির গিন্নী মা। কখন দাঁড়িয়ে কিংবা কখনও বসে, কখনও বা আনমনা হয়েই ছবিতে পোজ দিয়েছেন সোহিনী। উষ্ণতার পারদ চড়িয়ে নেটদুনিয়ায় যেন মুহূর্তে আগুন জ্বালিয়ে দিয়েছেন নায়িকা আর সেই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে ভক্তরা I
Tags Sohini Sarkar
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper