কাটাছেড়া পোশাকে সর্বদাই ঝড় তুলতে সিদ্ধহস্ত উরফি জাভেদ।ফের উদ্ভট ফ্যাশনে শিরোনামে উঠে এলেন উরফি। নগ্নতাই যেন উরফির সাফল্যের মূল মন্ত্র। তাকে নিয়ে চর্চা হবে না এমন কোনও দিন হয়েছে বলে মনে হয় না। উরফিকে ঘিরে বিতর্ক লেগেই রয়েছে।বলিউডে কোনও কাজ না করলেও বলি নায়িকাদের থেকে জনপ্রিয়তায় কোনও অংশে পিছিয়ে নেই উরফি। ব্রা-প্যান্টি দেখিয়েই ছবির স্ক্রিনিংয়ে হাজির হয়েছেন উরফি জাভেদ। ফ্যাশনিস্তাকে দেখে সমালোচনায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।উন্মুক্ত শরীর দেখিয়ে হামেশাই রাস্তায় বেরিয়ে পড়ছেন উরফি। এবারও তার পরিবর্তন হল না। ব্রা-প্যান্টি উন্মুক্ত করে নয়া ফ্যাশনে ভক্তদের পাগল করে দিলেন উরফি জাভেদ। উরফির এই কীর্তি দেখে চরম নিন্দা করেছেন নেটিজেনরা। নোংরা কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।দড়ি বাধা স্কার্টের ফাঁক দিয়ে কালো রঙের অন্তর্বাস দেখিয়ে নেটিজেনদের নজর কাড়লেন ফ্যাশন কুইন। কাটাছেড়া পোশাকে ঝড় তুলতে সিদ্ধহস্ত উরফিকে নোংরা মন্তব্য করতে ছাড়েননি। মুহূর্তের মধ্যে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।হামেশাই ভক্তদের অ্যাটেনশন কাড়তে উদ্ভট ফ্যাশনে নিজেকে মেলে ধরেন উরফি। সোশ্যাল মিডিয়ায় অ্যাটেনশন এতটুকুও হাতছাড়া করতে রাজি নন উরফি। প্রতিদিন হাল ফ্যাশনে ভক্তদের পাগল করে দিচ্ছেন উরফি। ফের নয়া পোশাকে ভক্তদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন উরফি। কখনও পাথর, কখনও ব্লেড, কখনও সুতো দিয়ে নিজেকে জড়িয়ে নেন উরফি।উরফির এই ভিডিও ভাইরাল হতেই চরম ট্রোলড হয়েছেন নায়িকা। কেউ বেহায়া, কেউ নিলর্জ্জ বলে কটাক্ষ করেছে। কেউ আবার বলেছেন শরীর দেখিয়ে ফেমাস হওয়ার চেয়ে লাইমলাইটে না আসাই ভাল। কেউ আবার বলেছেন একটুও কোনও সেন্স নেই উরফির।তবে তার ছবি যে নেটিজেনদের নজর কাড়ে সেটা নায়িকা বিলক্ষণ বোঝেন আর তাইতো তিনি ব্যতিক্রমী I
Tags Urfi Javed